'সংবিধান পরিবর্তন করে দিবেন, এটা সম্ভব নয়'

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী বলেছেন, সংস্কারের নামে বিদেশি কিছু নাগরিক এনে আমাদের সবক দেয়া হচ্ছে। গণফোরামের পক্ষ থেকেও আমরা যাচ্ছি তাদের সাথে আলাপ আলোচনা করতে। আপনি (প্রধান উপদেষ্টা) বলছেন সংবিধান পরিবর্তন করে দিবেন, এটা সম্ভব নয়। সংবিধান সংশোধন ডিক্লিয়ারেশনের মাধ্যমে হয় না। আগামীতে যারা সংসদে যাবে এটা তাদের কাজ। সংবিধান সংশোধনের পক্ষে আমরা, তবে এটি কায্যকরি হবে আগামী সংসদের মধ্য দিয়ে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে গোপালগঞ্জে জেলা গণফোরামের আহবায়ক এ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিনের স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাড. সুব্রত চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে মানুষকে আর বিভ্রান্ত করবে না। জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে এটা কোন ভাবেই সম্ভব না। এটা আমরা মানতে পারি না। আমরা জুলাই সনদের পক্ষে, তবে সেটা সংবিধানের শিউডুলের মধ্যে দিত হবে, আগামী সংসদ সেটা কায্যকর করবে। এটার যদি ব্যতয় ঘটে তাহলে গণফোরামসহ অন্যান্য সংগঠন জুলাই সদনে স্বাক্ষর করবে না।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আরো বলেন, ফেব্রুয়ারীতে যে নির্বার্চন হবে তা যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য সকল রাজনৈতিক দল কাজ করছি। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল এই নির্বাচনকে ভয় পাচ্ছে। নানা ভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কেউ বলছে গণ পরিষদ নির্বাচন করতে হবে, নতুন সংবিধান দিতে হবে। কেউ কেউ বলছে সাংবিধানিক নির্বাচন দিতে হবে। আবার কেউ কেউ বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। এসব কথাবার্তার মধ্য দিয়ে বাংলাদেশে যেন নির্বাচন না হয় সেই অপচেষ্টা কোন কোন দল করে যাচ্ছে। আগামী নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে।
গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান বক্তা ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে গণফোরামের কেন্দ্রীয় নেতা কে,এম জগলুল হায়দার আফ্রিক, শাহ নুরুজ্জামান, মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামীম, বিশ্বজিৎ গাঙ্গুলী বক্তব্য রাখেন।
Comments