গণঅভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণঅভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী বামবলায়ের লোকরা বুঝতে পারছে না।
নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিব হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন অলরেডি সেটাকে ভুল প্রমাণিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
আজ শুত্রুবার (১২ সেপ্টেম্বর) বরিশাল প্রেসক্লাব হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আসাদৃজ্জামান ফুয়াদ বলেন, ডাকসু নির্বাচনকে যেভাবে ইসলামপন্থীদের, জামাত শিবিরের বিজয়, জঙ্গিবাদ মৌলবাদের উত্থান এভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে। এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে। যেভাবে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানকে বলেছিল জামাত শিবির, আমেরিকার, বিএনপির-জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করেছে। গণঅভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না ডাকসু নির্বাচনকেও বিএনপিরসহ অনেক বুদ্ধিজীবী বামবলায়ের লোকরা বুঝতে পারছে না। নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিব হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন অলরেডি সেটাকে ভুল প্রমাণিত করেছে।
তিনি আরো বলেন, টোটাল ডাকসু নির্বাচনটা আগামী দিনের রাজনীতির একটা নির্বাচনীক গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা কেউই যেন এটাকে ৯১, ৯৬, ২০০১ এর মেট্রিক্স দিয়ে না মাপি। মাপলে সবাই ভুল করব। এটাই একটা নতুন মেট্রিক্স আগামী দিনের রাজনীতির জন্য। এটাকেই ভিত্তি করে আগামী দিনের নির্বাচন, স্থানীয় নির্বাচন হবে।
তিনি বলেন, দেশ কিন্তু শান্ত হয়নি, দেশ এখনো প্রচন্ড অশান্ত হয়েগেছ। আমরা এখনো ভলকানোর উপরে বাস করছি। কেউ যদি মনে করে থাকে ফেব্রুয়ারির পরে দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে মোটেই তা হবে। যেকোনো সময় এখানে আবার নেপাল, শ্রীলংকা, ইন্দোনেশিয়া আসতে পারে। এ বিষয়টি সকল রাজনৈতিক দলের মাথায় রাখতে হবে।
এবি পার্টি বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের অনান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Comments