রাজশাহীতে অনুষ্ঠিত হলো বনসাই প্রদর্শনী

বনসাই হলো প্রকৃতি প্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি, এই প্রতিপাদ্য সামনে রেখে বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে ৪ দিন ব্যাপি বনসাই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠিত হলো রাজশাহীতে
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে বনসাই প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান, রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন চত্বরে বৈকাল ৫.০০ টায় অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ খন্দকার মোঃ ফয়সাল আলম, অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ উজ্বল কবির, ব্যবস্থাপনা পরিচালক, রাঙ্গাপরী ডেভলপার্স এ্যান্ড প্রোপার্টিস।বনসাই প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যক্ষ, ডাঃ খন্দকার মোঃ ফয়সাল আলম। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে বরেন্দ্র বনসাই সোসাইটির উজ্বল ভবিষ্যৎ কামনা করেন,তিনি আরো বলেন বরেন্দ্র বনসাই সোসাইটি হারিয়ে যাওয়া প্রাচীন গাছগুলো সংরক্ষণ করে আসছে এবং প্রকৃতিকে নিজের কাছে রাখার সুন্দর একটি মাধ্যম সৃষ্টি করেছে রাজশাহীবাসির জন্য।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব নওরোজ আলী, সাধারন সম্পাদক, বরেন্দ্র বনসাই সোসাইটি। তিনি তাঁর বক্তব্যে বলেন উত্তরাঞ্চলে এ ধরনের বনসাই প্রদর্শনী দেখা খুবই বিরল, বনসাই আমাদের জীবনে প্রকৃতির কাছে নিয়ে যাবার একটি মাধ্যম এবং সুন্দর অভিনব কৌশল। বনসাই হলো প্রকৃতিপ্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি,জনাব খন্দকার মুহাম্মদ আলী,তিনি তাঁর বক্তব্যে বলেন,আমাদের কার্যাক্রম প্রকৃতি নিয়ে, আমরা সাধারন মানুষের কাছে বনসাই কে নিয়ে যাওয়ার জন্য এ ধরনের প্রদর্শনী করি।এবারের প্রদর্শনীতে ২৬ জন শিল্পীর প্রায় ২৭০ টি বনসাই গাছ স্থান পেয়েছে।
তিনি আরো বলেন, উল্লেখযোগ্য বনসাই গাছগুলোর মধ্যে দেশী বট,পাইকর,লাইকর, শ্যাওরা,ঘুর্নিবীচি,তমাল,জিলাপী,তেঁতুল, কামিনী, ফাইকাস প্রজাতির মধ্যে বেনজামিনা,রেটুসা,রামফি,গোল্ডেন, বাগানবিলাস,বাওবাব,জেড,থাইচেরীও রঙ্গন সহ বাহারি বনসাই গাছ আছে।তিনি বলেন এই প্রদর্শনী আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। বরেন্দ্র বনসাই সোসাইটির এই অভিনব আয়োজন দেখার জন্য পরিবারের সকলকে নিয়ে প্রকৃতির সাথে পরিচিত হবার জন্য রাজশাহীবাসির প্রতি অনুরোধ করেন।
Comments