গোপালগঞ্জে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

গোপালগঞ্জে এসএসসি, এইচ এস সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমীন।
এসময় কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
Comments