মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াবা ব্যবসায়ী নিহত

দুই বন্ধু কক্সবাজার ঘুরতে গিয়ে ইয়াবা এনে বরিশালে খুচরা মূল্যে বিক্রি করতো। অবশেষে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং ডিবির হাতে আটক হয়েছে আরেকজন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বরিশাল মহানগরীর লাকুটিয়া সড়কের বাঘিয়া এলাকা থেকে আটক করা হয় ফারদিন মিয়া নামের যুবককে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট। যার অবৈধ বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা।
বরিশালে ফেরার পথে শিবচরে দুর্ঘটনায় নিহত যুবক কেএম মশিউর রহমান বাবু ওরফে অরিন বাবু নগরীর কালুশাহ সড়ক এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়।
এছাড়া ইয়াবাসহ আটক ফারদিন মিয়াও বরিশাল নগরীর কালুশাহ্ সড়ক এলাকার লাল মিয়ার ছেলে। তিনি বরিশাল সরকারি ব্রজোমোহন (বিএম) কলেজের অনার্সের বাংলা বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক ছগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার সকালে ফারদিন মিয়াকে আদালতের সোপর্দ করা হবে।
আটক ফারদিন মিয়া জানান, গত সাত দিন আগে দুই বন্ধু মিলে দুটি মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যান। সেখানে একটি হোটেলে ছিলেন তারা। বুধবার সকালে মোটরসাইকেল যোগে দু'জন বরিশালে ফিরছিলেন। পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের শিবচর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় অরিন বাবুর মৃত্যু হয়।
পরে অরিন বাবুর মৃতদেহ অ্যাম্বুলেন্স যোগে এবং পিকআপে তুলে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিসহ দুটি মোটরসাইকেল বরিশালে নিয়ে আসছিলেন। এ সময় বরিশাল মহানগরীর লাকুটিয়া সড়কের বাঘিয়া এলাকায় ডিবি পুলিশ পিকআপে তল্লাশি করে একটি মোটরসাইকেলের মধ্য থেকে প্যাকেটে মোড়ানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে ইয়াবা থাকার বিষয়ে কিছু জানেন না বলে দাবি ফারদিন মিয়ার।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ছগীর হোসেন জানান, দুই যুবক কক্সবাজার থেকে ইয়াবা এনে বরিশালে বিক্রি করে আসছিল। তারা দু'জন ইয়াবার চালান নিয়ে আসছে এমন তথ্য ছিল ডিবির কাছে। পথিমধ্যে তাদের মোটরসাইকেল দুর্ঘটনায় অরিন বাবুর মৃত্যুর বিষয়টিও জানতেন তারা। পরে রাতে মোটরসাইকেল বহনকারী পিকআপটি বরিশালে আসলে তল্লাশি করা হয়। এ সময় ফারদিন মিয়ার মোটরসাইকেলের চেসিসের নিচ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, মোটরসাইকেলের চেচিস খুলে একটি পলিথিনে মুড়িয়ে বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট রাখা হয়। পরে আবার চেচিস লাগিয়ে তারা ইয়াবা নিয়ে ফিরছিল। ইয়াবা ট্যাবলেট ফারদিন মিয়ার মোটরসাইকেলেই লুকানো ছিলো। তাই এ ঘটনায় শুধুমাত্র ফারদিন মিয়াকে আসামি করে মামলা করা হবে। মশিউর রহমান বাবু ওরফে অরিন বাবুর মৃত্যু হওয়ায় তাকে মামলায় আসামি করা হবে না।
Comments