গোপালগঞ্জে দেড় কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জে আলাদা স্থানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে ও মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া, কুয়াডাঙ্গা ও হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের আকরাম মোল্লার ছেলে হাফিজুর মোল্লা (৩৮), একই উপজেলার কুয়াডাঙ্গা এলাকার মৃত রমজান মোল্লা ছেলে বিল্লাল মোল্লা (৫০), হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে সাইফুল ইসলাম (৪৫), মুকসুদপুর উপজেলার চাওতা গ্রামের আব্দুস সুবাহান খন্দকারের ছেলে মো: তালহা খন্দকার (২০) ও দিনাজপুরের কোতোয়ালী থানার ঘোষপুর গ্রামের মৃত হারিজ উদ্দিন শাহের ছেলে শাহরিয়ার কবির(২৫)। এর মধ্যে বিল্লাল মোল্লা ও সাইফুল ইসলামকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং দুইশত টাকা করে অর্থদন্ড করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গোপন সংবাদে ভিত্তিতে চন্দ্রদিঘলীয়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী হাফিজুর মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ী থেকে ৫'শ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
তিনি আরো জানান, জেলা শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল মোল্লা ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম দুই মাদক ব্যবসায়ীর প্রত্যেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং দুইশত টাকা করে অর্থদন্ড করেন।
তিনি আরো জানান, মঙ্গরবার রাতে জেলা শহরের কুয়াডাঙ্গা মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো : তালহা খন্দকার ও শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়।
Comments