মায়ের লাশের পাশে বসেে কাঁদছিল ২ শিশুসন্তান

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফুলতৈলছগাম (উত্তর পাড়া) গ্রাম থেকে পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। নিহত হুসনেআরা বেগম (২৫) গ্রামের সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। রোববার সকালে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
গোয়াইঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শাহাব উদ্দিন ঢাকা জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার দিবাগত রাতে খাবার খেয়ে হুসনেআরা তার ২ শিশুসন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে দরজাবদ্ধ ঘরে সন্তানদের কান্না শুনে শাশুড়ি ছেলের বউকে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজন ডাকেন শাশুড়ি। পরে দরজার ভেঙে ঘরে ঢুকে হুসনেআরা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।৷ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক শাহাব উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট ও নিহতের পরিবারের এজাহার সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
Comments