গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ৬৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো দৈনিক প্রথম আলো

গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। জেলার পাঁচ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪৪ জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করে দেশের অন্যতম গণমাধ্যম দৈনিক প্রথম আলো।
আজ রোববার (৩১ আগষ্ট) বেলা সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর। এর আগে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব, অনির্বাণ স্কুলের অধ্যক্ষ আবু হোসেন প্রমুখ। এসময় কবিতা, আবৃত্তি, নাচ-গান উপভোগ করেন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন, জিপিএ-৫ পাওয়া লক্ষ্য না, লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জন। আর প্রকৃত জ্ঞান অর্জন করে একজন ভালো মানুষ হয়ে উঠা। আর এটা করতে পারলেই তোমরা একজন কৃতী মানুষ হয়ে গড়ে উঠবে। ক্ষণিকের সফলতা আসলে সফলতা নয়-এটিকে ধরে রাখতে হবে বলেও পরামর্শ দেন এই শিক্ষক।
Comments