গোবিপ্রবি-তে আইন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ও আইন বিভাগের চেয়ারম্যান ড. রাজিউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আইন বিভাগের শিক্ষার্থীরা।
আজ রোববার (৩১ আগষ্ট) দুপুরে আইন বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। শিক্ষক ড. রাজিউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে বিভিন্ন শ্লোগান দেন তারা।
পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী জনি তালুকদার, আব্দুর রহমান তানভীর, শাহ মিনহাজ, মেহেদী হাসান, ঈশিতা বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, আমাদের আইন বিভাগের শিক্ষক ড. রাজিউর রহমানের বিরুদ্ধে একটি শ্রেনী অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে সম্মানহানি করেছে। যারা একান্ড ঘটিয়েছে তাদের কঠোর শাস্তিরও দাবী জানান তারা।
Comments