সুনামগঞ্জে শব্দদূষণ রোধে অভিযান; ৫ হাজার টাকা জরিমানা

শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জ সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি যানবাহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। এসময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও, অভিযান চলাকালীন সময়ে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
Comments