সাদাপাথরে ফিরছে লুট হওয়া পাথর

সিলেট জেলা প্রশাসনের কঠোর নির্দেশনার পর লুট হওয়া সাদাপাথর ফেরত দিচ্ছেন ব্যবসায়ীরা। সোমবার দুপুর পর্যন্ত প্রায় ২৫ লাখ ঘনফুটের বেশি পাথর জব্দ করা হয়েছে। এরমধ্যে ডাম্পিং স্ট্যান্ডে রয়েছে প্রায় ১৩ লাখ ফুট পাথর। আর এখন পর্যন্ত কোম্পানীগঞ্জের সাদাপাথরে প্রতিস্থাপন করা হয়েছে ৫ লাখ ঘনফুট পাথর।
জেলা প্রশাসন জানিয়েছে, এই পাথরগুলোর মধ্যে কিছু অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে এবং কিছু ব্যবসায়ীরা ফেরত দিয়েছেন।
এদিকে, সিলেটের বিভিন্ন এলাকায় ক্রাশার মিলগুলোতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সড়কে চেক পোস্ট বসিয়ে ট্রাকে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী।
সম্প্রতি লুট হওয়া সাদাপাথর মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজ খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। এ সময়ের পর কারো কাছে সাদাপাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। গত শনিবার এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। পাথর ফিরিয়ে দিতে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম জানিয়েছেন, এখনো কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় কিছু পাথর অনেকে লুকিয়ে রেখেছেন। এসব পাথর উদ্ধারে মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের পর যার কাছে সাদাপাথর পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে পাথর পাওয়া যাবে ওই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিসি সারোয়ার আলম।
Comments