উপজেলা ভূমি কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ভোলার বোরহানউদ্দিনে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল উপজেলা ভূমি কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দাদের আয়োজনে ভোলা জেলা প্রসাশক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অ্যাডভোকেট মোঃ আলী বিশ্বাস,সাংবাদিক শিমুল চৌধুরী, ব্যবসায়ী জহিরুল ইসলাম, দিলীপ কুমার দত্ত,মোঃ হানিফ, ছাত্র নেতা মহিন বিন সাইফুল্লাহ সহ আরো অনেকে বক্তব্য দেন।
এসময় বক্তারা সদ্য বদলির আদেশ প্রাপ্ত উপজেলা ভূমি কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান এর বিভিন্ন ভালো দিকগুলো তুলে ধরে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এতে অংশ নেন।এ সময় চলে গণ স্বাক্ষর কর্মসূচী ।পরে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Comments