মৎস্য সপ্তাহ উপলক্ষে বগুড়ায় র্যালি ও সভা

"অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ বর্ণাঢ্য সড়ক র্যালির মাধ্যমে শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রদক্ষিণ করে। বেলা সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া মৎস্য কর্মকর্তা কালি পদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ আনিছুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক এসএম আবুল বাসার, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান ও মাছচাষিদের পক্ষে আদমদিঘী উপজেলার আব্দুল মুহিত তালুকদার।
এ সময় জেলার মাছচাষি, জেলে, মৎস্যজীবী, হ্যাচারি অপারেটর, মৎস্য খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ মৎস্য সেক্টরের সঙ্গে জড়িত বিভিন্ন অংশীজন, শিক্ষক, গবেষক, উন্নয়নকর্মী ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার নির্বাচিত দুইজন সফল চাষি পাংগাস মাছের এককচাষে আব্দুল মুহিত তালুকদার ও কার্প-পাবদা মাছের মিশ্রচাষে আব্দুল খালেককে জেলা পর্যায়ে মৎস্য পুরস্কার দেওয়া হয়।
মাছচাষের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হোসনা আফরোজা দেশের সামগ্রিক মাছ উৎপাদনে অংশীজনের অবদান তুলে ধরেন এবং দেশিয় মাছ উৎপাদনে কাজ করার আহবান জানান।
অপরদিকে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা ও সফল মৎস চাষীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কমকর্তা ওবায়দুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান।
অনুষ্ঠান শেষে তিনজন সফল মৎস চাষী সামিউল সাদিক, মাসুদ রানা এবং আকরাম হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
Comments