চাঁদপুরের মতলব উত্তরে রিক্সা চালককে গুলি করে হত্যা

চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশা চালক মিজানুর রহমান অভিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মৃত্যু নিশ্চিত করতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৩ আগস্ট বুধবার ভোরে এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। নিহত মিজানুর রহমান অভি এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।
তিনি জানান, মিজানুরকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিয়ে বিস্তারিত আপনাদের পরে জানাবো।
Comments