মুষলধারে বৃষ্টিতে ভেঙে পড়ল সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘি ইউনিয়নের কুচিয়ামোড়-বন্দরপাড়া সড়কের সুইগেট ব্রিজ মুষলধারে বৃষ্টিতে ভেঙে গেছে। গত ২৪ ঘণ্টার নিরবিচ্ছিন্ন বৃষ্টির কারণে ব্রিজের দুই পাশের মাটি ধসে যাওয়ায় সড়ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি সরাসরি ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সেতুর ভিতরের অংশ দুর্বল হয়ে পুরো ব্রিজ ধসে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজ ধসে যাওয়ায় বহু মানুষ বড় অসুবিধার মুখোমুখি। বিকল্প রাস্তা ব্যবহার করতে গেলে কমপক্ষে ৮-১০ কিলোমিটার অতিরিক্ত ঘুরতে হয়। ফলে রাতের সময় রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ ও শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ব্রিজের পাশে থাকা পাঁচটি দোকানও পানির তীব্র স্রোতে ধ্বংস হয়েছে। দোকানদার জমির উদ্দিন বলেন, "আমার দোকানের প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে, কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।" স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জানিয়েছেন, "এ ব্রিজ ছাড়া আমাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। জরুরি রোগী হাসপাতাল পৌঁছানো বা কৃষি পণ্য বাজারে পাঠানো এখন সম্ভব হচ্ছে না।"
কুচিয়ামোড় ইফতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মনিরা খাতুন বলেন, "শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না। তাই দ্রুত অন্তত একটি অস্থায়ী সেতু নির্মাণ করা জরুরি।"
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, "গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সামনের দিনগুলোতেও বৃষ্টিপাত চলতে পারে।"
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, "আমরা সরজমিনে পরিদর্শন করেছি। ব্রিজের সংস্কারের জন্য বরাদ্দ ও টেন্ডার করা হয়েছিল, কিন্তু ব্রিজ ধসে গেছে। পানি কমলে অস্থায়ী সেতু নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হবে। নতুন ব্রিজ নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।"
Comments