বিজয়নগরের তিন ইউনিয়ন বিভাজনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

বাংলাদেশ নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের তিনটি ইউনিয়নকে অন্য আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় সর্বদলীয় কমিটি।
রবিবার (১০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন অখণ্ড বিজয়নগর রক্ষার সর্বদলীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন, হেফাজতে ইসলামের বিজয়নগর উপজেলা আমির আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক, ডা. রফিকুল ইসলাম, শ্রমিক দলের নেতা আব্দুল কাদিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের নতুন সীমানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া-৩ (২৪৫) আসনের আওতাধীন চান্দুরা, হরষপুর ও বুধন্তী ইউনিয়নকে সরাইল-আশুগঞ্জের ব্রাহ্মণবাড়িয়া-২ (২৪৪) আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটি স্থানীয়দের ইচ্ছার পরিপন্থী এবং প্রশাসনিক অখণ্ডতার জন্য ক্ষতিকর।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন, এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করা হলে বিজয়নগরের মানুষ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
Comments