সাংবাদিক তুহিনের খুনিদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের কর্মরত সাংবাদিকরা।
আজ রবিবার (১০ আগষ্ট) সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন, আর টিভির আব্দুল্লাহ আল মামুন, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, চ্যানেল এস-এর কাজী মাহামুদ ও দৈনিক প্রতিদিনের কাগজে গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সোহাগ সেন বক্তব্য রাখেন।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় "টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরাম"-এর ব্যানারে একই দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে উপস্থিত সাংবাদিকরা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে স্লোগান দেন। এতে টুঙ্গিপাড়ার সকল প্রেসক্লাবের সাংবাদিক একত্রিত হয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নবধারা সম্পাদক মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ইমরান শেখ, টুঙ্গিপাড়া প্রেসক্লাব সভাপতি শওকাত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যা, হামলা মামলা দিন দিন বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালন করে গাজীপুরে সন্ত্রাসীরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। সেই সাথে কুপিয়ে গুরুতর আহত করেন সাংবাদিক আনোয়ার হোসেনকে। সত্য প্রকাশে যে দেশে হত্যা হয়, সে দেশের আইন-শৃংঙাখলা সরকারে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বলে আমরা মনে করি। তিনি তুহিনের হত্যাকারীদের মুখোশ খোলা সহ খুনিদের দ্রুত ফাসীর দাবি জানান।
নবধারা সম্পাদক মেহেদী হাসান বলেন, "সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন পেশাদার সংবাদকর্মীর জীবন হরণ নয়, এটি বাকস্বাধীনতার ওপরও আঘাত। এ হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশজুড়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং সব হত্যার বিচার করতে হবে। সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতে সংঘটিত সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন।"
Comments