যাত্রী সেজে কালনী এক্সপ্রেসের খাবার বগিতে বিদেশি সিগারেট পাচার চক্রের সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১০ আগস্ট) সকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম। এর আগে শনিবার দুপুরে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. শফিকুর রহমানের নির্দেশে এবং আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রেলওয়ে ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আবু কাউছার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের খাবার গাড়িতে সিগারেটের কার্টনের ওপর বসা অবস্থায় স্বদেশ সাহা (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নরসিংদী সদর মডেল থানার পশ্চিম দত্তপাড়া গ্রামের নিরঞ্জন চন্দ্র সাহার ছেলে।
পরবর্তীতে তার কাছ থেকে ১৪৫ কার্টুন Oris, ১১৮ কার্টুন Mond এবং ৪৮ কার্টুন Patron ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তবে তিনি এসব সিগারেটের কোনো ট্যাক্স চালান দেখাতে পারেননি। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম জানান, ঘটনার পর আখাউড়া রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Comments