ভোলায় নৌবাহিনীর অভিযানে ৭ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

ভোলায় নৌবাহিনীর পৃথক দুটি অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে সদর ও বোরহানউদ্দিন পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, সকালে ভোলা পৌর এলাকার মহাজনপট্টি সার্কুলার রোডের একটি একতলা ভবনে অভিযান চালিয়ে বি শামস এন্টারপ্রাইজ কোম্পানির কল্যাণী ডিস্ট্রিবিউশনের ৬ লাখ ৬৬ হাজার ২৮৫ টাকা মূল্যের ওসাকা, টি-২০ ওয়েল ফিল্টার, ৫০/৫০ ও ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
এছাড়া বোরহানউদ্দিন পৌর বাজার সংলগ্ন ব্রিজের পার্শ্ববর্তী একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে একই প্রতিষ্ঠানের আরও ৬৫ হাজার ৫৭০ টাকা মূল্যের একই ব্র্যান্ডের অবৈধ সিগারেট জব্দ করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক, নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট সাকলাইন মাহমুদ অনিন্দ্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জব্দকৃত সিগারেট স্থানীয় থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় হস্তান্তরের কাজ চলছে।
Comments