বেনাপোল ইমিগ্রেশনে ভারতে যাবার সময় জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মামলার আসামী বাগেরহাট জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক মনির হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বাগেরহাটের নাগেরবাজার এলাকার মুসলিম খানের ছেলে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধা সাড়ে ৬ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর সে গ্রেফতার হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াজ হেসেন মুন্সী জানান,মানির হোসেন খান ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহ জনক মনে হয়। এসময় সে কোন রাজনীতির সাথে জড়িত আছে কিনা জিজ্ঞাসা করলে অস্বিকার করে। পরে তার পাসপোর্ট পরীক্ষা,নিরীক্ষা করে দেখা যায় সে কালো তালিকার আসামী। পরে তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ পরবর্তীতে আসামীকে বাহেরহাট থানা পুলিশের হাতে তুলে দিবে।
Comments