জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দফার রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
ইসি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবারের মধ্যে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং ২২ জানুয়ারি চূড়ান্ত গেজেট প্রকাশ পাবে।
রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সমন্বয় সভা করবে ইসি। এরপর ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। একই দিনে নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমোদন এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের প্রক্রিয়াও চূড়ান্ত করা হবে।
এছাড়া ব্যালট পেপার ও অন্য নির্বাচনীসামগ্রী ২ ও ৩ ফেব্রুয়ারি মাঠপর্যায়ে পাঠানো হবে বলে জানিয়েছে কমিশন।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করলে নির্বাচন কমিশন তপশিল ঘোষণা করে। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Comments