অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহ: ‘বিপর্যয়কর’ দাবানলের আশঙ্কা
অস্ট্রেলিয়াজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এর ফলে দেশটির বড় একটি অংশে 'বিপর্যয়কর' দাবানল সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে শুক্রবার দেশটির অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। উদ্ভূত পরিস্থিতিতে জানমাল রক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসি।
অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেটিওরোলজি জানিয়েছে, কুইন্সল্যান্ড বাদে প্রতিটি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তীব্র থেকে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে দাবানলের ঝুঁকির মাত্রা 'বিপর্যয়কর' বা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কায় শুক্রবারের জন্য পূর্ণাঙ্গ অগ্নি-নিষেধাজ্ঞা (Total Fire Ban) জারি করা হয়েছে। নিরাপত্তার খাতিরে ভিক্টোরিয়ার উত্তরভাগের প্রায় ৪৫০টি স্কুল ও চাইল্ডকেয়ার সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন উচ্চ তাপমাত্রা বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ অ্যাঙ্গাস হাইন্স বিবিসিকে বলেন, তীব্র বাতাস, বৃষ্টিহীন বজ্রপাত এবং উচ্চ তাপমাত্রার এই সংমিশ্রণ ২০১৯-২০২০ সালের ভয়াবহ 'ব্ল্যাক সামার'-এর পর সবচেয়ে বড় আবহাওয়া বিপর্যয় হতে পারে। সে বছর দাবানলে কয়েক ডজন মানুষের মৃত্যু এবং কয়েক হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় এবারের পরিস্থিতি কয়েক দিন ধরে স্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত বুধবার মেলবোর্নে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলীয় কিছু শহরে পারদ ছুঁয়েছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার নিউ সাউথ ওয়েলস ও সিডনিতে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। অ্যাঙ্গাস হাইন্স সতর্ক করে বলেছেন, শুক্রবার হবে এই তাপপ্রবাহের তীব্রতম দিন।
ভিক্টোরিয়ার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিশনার টিম উইবুশ বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'বিপর্যয়কর দাবানল পরিস্থিতি অত্যন্ত অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রণযোগ্য। জীবন ও সম্পদ রক্ষায় সাধারণ মানুষকে এখনই জরুরি পরিকল্পনা কার্যকর করতে হবে।' সিডনি এবং মেলবোর্নের মতো জনবহুল শহরগুলোতেও বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার ফায়ার রেটিং স্কেলে চারটি ধাপ রয়েছে— নিম্ন, উচ্চ, চরম এবং বিপর্যয়কর। বর্তমান পরিস্থিতি সর্বোচ্চ ধাপে থাকায় দমকল বাহিনী এবং উদ্ধারকারী দলগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
Comments