নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নিরপেক্ষ থাকতে হবে: ইসি সানাউল্লাহ
নির্বাচন নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, নিরপেক্ষ থাকতে হবে, একচুল ডান থেকে বামে সরা যাবে না।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সেলের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে ইসি সানাউল্লাহ বলেন, যা করবেন, আইন অনুযায়ী করবেন। নিরপেক্ষ থাকতে হবে, একচুল ডান থেকে বামে সরা যাবে না। কোনো পক্ষপাতিত্ব করা যাবে না।
তিনি বলেন, নির্বাচন কমিশন বা সরকার আপনাদের কোনো পক্ষের হয়ে কাজ করার জন্য সরাসরি বা পরোক্ষভাবে বা ইনিয়ে-বিনিয়ে কোনো নির্দেশনা দেবে না। আপনারা কোনো পক্ষের দিকে সামান্যতম হেলবেন না।
আমরা চাই, রাজনৈতিক দলগুলো আইন মেনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করুক। আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সবাই দায়িত্ব নিয়ে কাজ করবেন। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার্তা হচ্ছে, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা।
মাঠ পর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন। আইন-শৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় তা করা হবে। প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে যা যা করতে হবে তা তো করছি এবং করবো।
মতবিনিয়মসভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমদ খাঁন প্রমুখ।
Comments