তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট সড়ক অবরোধ
সহপাঠী 'হত্যার' প্রতিবাদে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় তারা ফার্মগেট মোড় অবরোধ করেন। এ সময় তাদের সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা দেখা যায়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, তেজগাঁও কলেজের ছাত্রাবাসে গত ৬ ডিসেম্বর মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন শিক্ষার্থী আহত হন। তার মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মারা যান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা মনে কনে, রানাকে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে হত্যা করা হয়েছে, যা এখন ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। কলেজে জানাযা পড়তে চাইলে তাদের অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
নিহত রানার সহপাঠী উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ফারহান বলেন, 'স্থানীয় ছাত্রদলের একটি গ্রুপ তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন করছিল। রানা সেটির প্রতিবাদ করায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়।'
Comments