দেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে: উপদেষ্টা শারমীন মুরশিদ
দেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
শারমীন এস মুরশিদ বলেন, 'রাজনৈতিক শাসকরা নানা রাজনৈতিক স্বার্থে মেয়েদের ওপর জুলুম করে।'
উপদেষ্টা আরও বলেন, 'একটি দেশকে বিচার করা উচিৎ সে তার নারী ও শিশুকে কীভাবে রাখে এবং দেখে– তা বিবেচনা করে।'
শারমীন মুরশিদ বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে মেয়েরা প্রমাণ করে দিয়েছে দেশের সংকটে তারা কতটা বলিষ্ঠ এবং দুঃসাহসী।'
উপদেষ্টা জানান, দেশের যেকোনো জায়গায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৪ ঘণ্টার মধ্যে জানা এবং এ ব্যাপারে সক্রিয় হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সেজন্য কুইক রেসপন্স স্ট্র্যাটেজি করা হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত হবে। আগামীকাল ২৫ নভেম্বর, এর উদ্বোধন হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
Comments