গোপালগঞ্জে প্রণোদনার ধান বীজ ও সার পেল সাড়ে চার হাজার কৃষক
গোপালগঞ্জে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি অফিস বীজ সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ বিধান রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বক্তব্য রাখেন। পরে অতিথিরা কৃষক ও কৃষাণীদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে চার হাজার কৃষকের মধ্যে ৮ হাজার কেজি হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে উপশী জাতের বোরো ধান বীজ ও দশ কেজি করে ডিএপি ও এম ও পি সার বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, এসব সার বীজ দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ৪ হাজার ৩৩০ জন কৃষক ৪ হাজার ৩৩০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ বৃদ্ধি করবেন। এতে গোপালগঞ্জ সদর উপজেলায় বোরো ধানের উৎপাদন বাড়বে। #
Comments