দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বিএনপি থেকে ৪৪ নেতা-কর্মী বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ, সিলেট ও গাইবান্ধার বিভিন্ন পর্যায়ের ৪৪ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গাইবান্ধার সাঘাটা উপজেলা, সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা এবং ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সিদ্ধান্তের আওতায় পড়েছেন।দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি
Comments