দেশগঠনে কোর অব ইএমই এর প্রশংসনীয় ভূমিকা আগামী ভবিষ্যতেও অব্যাহত থাকবে:সেনাপ্রধান
সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে কোর অব ইএমই এর প্রশংসনীয় ভূমিকা আগামী ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার এন্ড স্কুল এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে (২০২৫) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা ব্যক্ত করেন।
সেনাবাহিনী প্রধান ইএমই সেন্টার এন্ড স্কুল-এ পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, কর্নেল কমান্ড্যান্ট অব দি কোর অব ইএমই, জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া, এবং কমান্ড্যান্ট, ইএমই সেন্টার এন্ড স্কুল অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, এ্যাডজুটেন্ট জেনারেলসহ, কোর অব ইএমই'র জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, কোর অব ইএমই এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইএমই-এর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বক্তৃতায় সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইএমই এর বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি দেশ ও জাতি গঠনে কোর অব ইএমই এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন।
এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সরঞ্জাম ও যানবাহন সচল রাখার পেছনে ইএমই কোরের প্রতিটি সদস্যের অবদান এর কথা তুলে ধরেন। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে কোর অব ইএমই এর প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, কর্নেল কমান্ড্যান্ট অব দি কোর অব ইএমই, জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, কমান্ড্যান্ট, ইএমই কোরের কমান্ডারবৃন্দ, ইএমই ইউনিটসমূহের অধিনায়কবৃন্দ এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments