গোপালগঞ্জে সেলিমুজ্জামান সেলিম ও ধানের শীষের পক্ষে গণসংযোগ
গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষে শীষ প্রতিকের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মুকসুদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাসের নেতৃত্বে এ গণসংযোগ করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগে মুকসুদপুর পৌর বিএনপির সহসভাপতি মোঃ ওলিয়ার মুন্সী, সাহিদ সরদার, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, সহ-প্রচার সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, বিএনপি নেতা সাহিদুজ্জামান পল্টু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক, মৎসজীবি দলের সভাপতি মাহমুদ খান রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়াও তারা এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।"
Comments