ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৪ ভবনের তালিকা প্রকাশ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ঢাকা জেলায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত ভবনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।
ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা: মালিবাগ চৌধুরী পাড়া-১টি, আরমানিটোলা-১টি, স্বামীবাগ, সূত্রাপুর-১টি, বনানী-১টি, কলাবাগান-১টি, বসুন্ধরা-১টি, নদ্দা-১টি, দক্ষিণ বনশ্রী-১টি, মোহাম্মদপুর-১টি, খিলগাঁও-১টি, বাড্ডা-১টি, সিপাহী পাড়া (খিলগাঁও) ১টি, মধুবাগ (মগবাজার) ১টি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ১টি ভবন।
জেলা প্রশাসন জানিয়েছে, এটি প্রাথমিক তালিকা। ভবিষ্যতে আরও বিশদ জরিপের মাধ্যমে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রকাশ করা হবে।
Comments