সিলেটে ইট দিয়ে পিটিয়ে বিএনপি নেতাকে হত্যা
সিলেট শহরতলীর পীরেরবাজার এলাকার মোকামেরগুলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইট দিয়ে পিটিয়ে এক বিএনপি নেতাকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।নিহত আব্দুর রহমান (৬৫) কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং শাহ সুন্দর মাজারের খাদেম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বুধবার সন্ধ্যায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে সড়কের পাশে প্রশ্রাব করছিলেন সুমন। এতে আব্দুর রহমান বাধা দেন। এ নিয়ে তর্কতর্কির পর আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করে। একপর্যায়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন।
এদিকে, আব্দুর রহমানকে আঘাতের দায়ে অভিযুক্ত সুমন আহমদও আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সেখান থেকে কোন এক সময় পালিয়ে যান তিনি।
সিলেট মেট্রেপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনায় এ ঘটনা ঘটেছে। আব্দুর রহমান ও সুমন দুজনই আহত হয়ে বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে আব্দুর রহমান আজ বৃহস্পতিবার সকালে মারা যান। আর সুমন হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।
Comments