গাইবান্ধা-৪ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি'র প্রার্থী শামীম কায়সার লিংকনের প্রার্থিতা পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে দলের এক অংশের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ নভেম্বর ) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ি এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়। পরে বিশুবাড়ী সড়ক হয়ে কাটা খালি সেতুর কোরিয়ান গেট হয়ে বালুয়া বাজার এসে শেষ হয়। ধানের শীষের মনোনয়ন জনসম্পৃক্ত ত্যাগীর জন্য চূড়ান্ত হোক, করতে হবে-স্লোগানে 'আমরা ধানের শীষ পরিবারের' ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে। মিছিলে সহস্রাধিক নেতা কর্মী অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দলের দুর্দিনে মাঠে ছিলেন না শামীম কায়সার লিংকন। বিগত বছরে বিএনপির নেতাকর্মীদের নামে অনেক মিথ্যা মামলা রয়েছে। অনেকেই সংসার পরিবার রেখে পালিয়ে থেকেছে। কিন্তু লিংকনের নামে মামলা হয়নি গত ১৭ বছরে। তাদের দাবি, শামীম কায়সার লিংকনের প্রার্থীতা পরিবর্তন করে দলের ত্যাগী কোনো নেতাকে মনোনয়ন দেওয়া হোক।
Comments