বার্ষিক পরীক্ষার আগে কর্মবিরতির হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন গ্রেড উন্নয়নসহ তিন দফা দাবি ২৯ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে বার্ষিক পরীক্ষার আগে পূর্ণদিবস কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ'-এর পাঁচ আহ্বায়ক।
সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল কাশেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি ও আনোয়ার উল্লাহ। অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না মু. মাহবুবর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সরকারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই অনুযায়ী তিন দফা দাবির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না দেখা গেলে ৩০ নভেম্বর থেকে শিক্ষকরা কর্মবিরতিতে যাবেন।
শিক্ষক নেতারা একই সঙ্গে দাবি করেছেন, ৮ নভেম্বর পুলিশের হামলায় আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা, নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে ক্ষতিপূরণ এবং পূর্ণ পেনশন প্রদানের ব্যবস্থা নেওয়া হোক।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষকদের হুঁশিয়ারি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শঙ্কা তৈরি করেছে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি।
Comments