ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে যেসব তথ্য দিল ফায়ার সার্ভিস
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্পের পর ইতোমধ্যে পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও নারায়ণগঞ্জেও দেয়াল ধসে একজন নিহত হয়েছেন।
ভূমিকম্পটি আঘাত হানার পরপর তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এর ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে প্রাথমিক তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও ফায়ার সার্ভিসের দেয়া এই তথ্যগুলো শেয়ার করা হয়েছে।
ক্ষুদেবার্তায় জানানো হয়, ভূমিকম্পের পর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। পরে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ভবনের কোনো ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন কর্তৃক তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি।
অন্যদিকে বারিধারা ব্লক-এফ, রোড-৫ এলাকার একটি বাসায় আগুনের খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ভূমিকম্পের কারণে সৃষ্ট কিনা, তা জানা যায়নি।
এছাড়াও সূত্রাপুরের স্বামীবাগ এলাকায় ৮ তলা একটি ভবন অপর একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশনের ইউনিট ঘটনাস্থলে গেছে। এদিকে ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছিল ফায়ার সার্ভিস। ইতোমধ্যে স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়াও মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বাসায় আগুনের খবর পাওয়া গেছে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ইতোমধ্যে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ভূমিকম্পের কারণে সৃষ্ট কিনা, সে বিষয়ে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।
Comments