রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পে ভবনের রেলিং ধসে নিহত ৩
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে রাজধানীর বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের লালবাগ জোনের ডিসি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বংশাল থানার ডিউটি অফিসার জানান, ভূমিকম্পে বংশালের কসাইটলিতে একটি ৫ তলা ভবনের রেলিং ভেঙে পড়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। আর এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।
Comments