সূত্রাপুরে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে, ছিলেন শীর্ষ সন্ত্রাসী
রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম তারিক সাইফ মামুন (৫৫)। তার বাড়ি লক্ষ্মীপুর সদরে। তিনি ঢাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মামুনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে সেখানেই পড়ে থাকেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে । নিহত সাঈদ মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। এর আগেও ২০২৩ সালে কারাগার থেকে জামিন মুক্তি পাওয়ার পর তেজগাঁও শিল্পাঞ্চল
এলাকায় তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। সেই সময় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে ভুবন চন্দ্র শীল নামে এক পথচারী নিহত হয়েছিলেন।
মামুনের বোন দিনা জানিয়েছেন, তার ভাইকে শীর্ষ সন্ত্রাসী ইমনই মেরে ফেলেছে। তিনি ভাই হত্যার বিচার দাবি করেন।
কোতোয়ালি থানার এস আই মো. ইয়াসিন বলেন, 'গুলির শব্দ শুনতে পেয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে এসে দেখি অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।'
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, দুজন ব্যক্তি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের প্রবেশমুখে এসে ওই ব্যক্তিকে পেছন থেকে গুলি করে। বেশ কয়েকটি গুলি করার পর ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তারা মোটরসাইকেলযোগে পালিয়ে যান।
গুলিবিদ্ধ মামুনকে ঢামেকে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।'
নিহত মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী সমসেরা বাদ গ্রামের এস এম ইকবাল এর ছেলে। বর্তমানে বাড্ডার আফতাব নগরের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
নিহতের স্ত্রী বিলকিস আক্তার রীপা বলেন, 'সোমবার সকালে কোর্টে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পরে সংবাদ পাই তাকে গুলি করা হয়েছে। তবে কি কারণে, কেন গুলি করা হয়েছে তা জানতে পারিনি।'
Comments