মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা চালু
মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ পথে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। পরে বিকাল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়।
এদিকে বিকালেই মেট্রোরেলের ওই পিলারে নতুন বেয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু করেন বাংলাদেশ ও জাপানের প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর বিকাল ৩টার দিকে বেয়ারিং প্যাড পুনঃস্থাপনের কাজ শুরু হয়।
Comments