প্রথম চালানে ভারতে গেল ৩৭ মেট্রিক টন ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার রাতে প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। পাঁচটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের পাঠানো এসব মাছ সাতটি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন। তিনি জানান, বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান পাঁচটি হলো- সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।
বন্দর সূত্র জানায়, বেনাপোল দিয়ে প্রথম দিনে যাওয়া ইলিশ আমদানি করেছে ভারতের কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান। সেখানকার আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল।
বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে রপ্তানির জন্য ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মোট ৩৭টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এ অনুমতি। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানি করতে পারবে।
Comments