এস আলম গ্রুপের চেয়ারম্যানের নামে মামলা

চটপটির দোকান ও রেস্তোরাঁর বিপরীতে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ২০ জনের বিরুদ্ধে। আর ঋণের নামে প্রায় ৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলা হয়েছে, যশোরের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও। সোমবার এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।
চট্টগ্রাম নগরীর কয়েকটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে অন্তত ২৩৪ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠলে, গত জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে দুদক।
অনুসন্ধান শেষে, ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোমবার মামলা করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ। তবে প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে। এ ঘটনায় দুদকের মামলায় আসামি করা হয়েছে ২০ জনকে।
এদিকে, এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন ও সাবেক এমডি ফিরোজ হোসেনসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এছাড়া, ১০৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ৭ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
Comments