কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপদসীমায়, জলগেইট খোলার প্রস্তুতি

সপ্তাহ জুড়ে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি অব্যাহত থাকায় রাঙামাটির কাপ্তাই লেকে পানি উচ্চতা বিপদসীমায় পৌঁছেছে। উজান এবং ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশিত করা হবে।
হ্রদে পানির লেভেল অপ্রত্যাশিত বৃদ্ধি পেলে স্পিলওয়ে গেইট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
রোববার (৩ আগস্ট) রাতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র পানি ছাড়ার ব্যাপারে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, রোববার রাত পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৭ ফুট মীনস সি লিভেল (এমএসএল)। বৃষ্টি বাড়ায় সোমবার বিকেলে জলকপাট খুলে পানি ছাড়া হবে।
বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলেন, হ্রদে পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে।
তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের কারণে প্রতিদিন ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।
Comments