সুনামগঞ্জে বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে অগ্নিকাণ্ড; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুনামগঞ্জ পৌর শহরের মুক্তারপড়া এলাকায় অবস্থিত লন্ডন প্লাজা নামের একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর আড়াইটা এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির আন্ডারগ্রাউন্ডে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই ভবনেই ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখাসহ বেশ কয়েকটি কাপড়ের দোকানও রয়েছে। দুপুর আড়াইটার পরই ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিড় করেন উৎসুক জনতা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। যেহেতু আন্ডারগ্রাউন্ডে গাড়ির পার্কিং ছিল, তাই ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
খবর লেখা পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিস ও পুলিশ কাজ করছে।
Comments