ঘিওরে থানায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি

মানিকগঞ্জের ঘিওরে থানার ভেতরে মোটরসাইকেল রাখতে না দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এসময় এক নারী পুলিশ কনস্টেবল ও এক এএসআইকে অকথ্য ভাষায় গালাগাল ও অপমানের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন বাবলু এবং ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাউসারের নেতৃত্বে নেতাকর্মীদের একটি বহর মোটরসাইকেল নিয়ে থানার ভেতরে প্রবেশ করে। সেখানে দায়িত্বে থাকা নারী কনস্টেবল মোটরসাইকেল রাখতে নিষেধ করলে তাকে গালাগাল করেন মীর কাউসার।
পরে বিষয়টি জানতে এএসআই রফিক ঘটনাস্থলে গেলে তাকেও অশ্রাব্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করা হয়। উপস্থিত স্থানীয়রা এগিয়ে আসলে তারা থানার ভেতর থেকে বের হয়ে পাশের মাঠের মেলায় চলে যান এবং সেখানে স্টেজে রাজনৈতিক বক্তব্য দিতে থাকেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেলাতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
ঘিওর থানার ওসি কহিনুর ইসলাম বলেন, "ঘটনাটি সত্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিমা বিসর্জনের পর আলোচনা করে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে আকবর হোসেন বাবলু ও মীর কাউসারের মন্তব্য পাওয়া যায়নি।
Comments