গৃহকর্মীকে ধর্ষণ, ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতিকে যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের রাজনীতিক ও দেশটির সাবেক এমপি প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি এবং গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে এই শাস্তি দেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একটি আদালত।
শনিবার (২ আগস্ট) এই রায় ঘোষণা করা হয়। তার একদিন আগেই আদালত রেভান্নাকে তার সাবেক গৃহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ৩৪ বছর বয়সী রেভান্না কর্ণাটকের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। ২০২৩ সালে শত শত আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এসব অভিযোগ সামনে আসে। এসব ভিডিও দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
রেভান্না সব অভিযোগ অস্বীকার করেছিলেন। দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার তিনি আদালতে কান্নায় ভেঙে পড়েন এবং শাস্তি কমানোর জন্য অনুরোধ জানান। তবে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি। দেবগৌড়ার দল জনতা দল (সেক্যুলার) বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির মিত্র হিসেবে রয়েছে। ভারতের মতো দেশে এত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কারো এভাবে সাজা পাওয়ার ঘটনা বিরল।
বিবিসি বলছে, ২০২৪ সালের এপ্রিল মাসে শত শত নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর রেভান্না কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়ে যান। তখন তিনি ভিডিওগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার অফিসের একজন কর্মকর্তা দাবি করেন, ভিডিওগুলো নকল বা সাজানো।
এর এক মাস পর, জার্মানি থেকে ভারতে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। এখনও তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণ মামলা এবং একটি যৌন হয়রানির মামলা চলমান রয়েছে। এসব অভিযোগও তিনি অস্বীকার করেছেন।
Comments