পশ্চিমা দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার আহ্বান ইলন মাস্কের

মার্কিন ধনকুবের ইলন মাস্ক আয়ারল্যান্ডসহ অন্যান্য পশ্চিমা সদস্য দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার আহ্বান জানিয়েছেন।
আইরিশ আদালতের রায় অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের আবাসন প্রদান নিয়ে 'আমাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই'। এর একদিন পর ইইউ আদালত রায় দিয়েছে, আশ্রয়প্রার্থীদের আবাসন প্রদানের বাধ্যবাধকতা আয়ারল্যান্ডের আছে।
ইইউ'র আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেওয়া এক এক্স-পোস্টের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক লেখেন, 'আয়ারল্যান্ডের ইইউ ত্যাগ করা উচিত।'
তিনি আরও লেখেন, 'আমার মতে, সকল দেশেরই (ইইউ ত্যাগ করা) উচিত। এটি (ইইউ) ইউরোপে গণতন্ত্র ধ্বংস করছে।'
প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইইউ 'অস্থায়ী সুরক্ষা নির্দেশিকা'র অধীনে প্রায় সাড়ে ৪ মিলিয়ন মিলিয়ন ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে। তবে সেখানে ইউক্রেনীয় শরণার্থীদের আইনি অবস্থা অনিশ্চয়তার মুখোমুখি।
এক সপ্তাহ আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে বৃহৎ পরিসরে অভিবাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে দিয়েছিলেন, অন্যথায় ইউরোপ আর 'ইউরোপ থাকবে না'।
Comments