ভারতের ওপর শুল্ক আরোপের কয়েক ঘণ্টা পর পাকিস্তানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৩০ জুলাই) বলেছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি চুক্তিতে পৌঁছেছে। এর আওতায় ওয়াশিংটন ইসলামাবাদকে 'বিশাল তেলের মজুদ' গড়তে সহায়তা করবে।
ট্রাম্পের ট্রুথ সোশ্যালে ভারতের ওপর ১ এপ্রিল থেকে ২৫% শুল্ক আরোপের ঘোষণার কয়েক ঘণ্টা পর আরেক পোস্টে পাকিস্তানের সঙ্গে চুক্তির ঘোষণাটি এলো।
ট্রাম্প বলেছেন, 'আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি, যার মাধ্যমে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র তাদের বিশাল তেলের মজুদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে।'
তিনি বলেন, 'এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে - এমন তেল কোম্পানি নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। কে জানে, হয়তো তারা একদিন ভারতে তেল বিক্রি করবে!'
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও জানিয়েছেন, দুই দেশ একটি বাণিজ্য চুক্তিও চূড়ান্ত করেছে।
শরিফ এক্স-পোস্টে বলেন, 'গত রাতে ওয়াশিংটনে আমাদের দুই পক্ষের মধ্যে সফলভাবে সম্পন্ন ঐতিহাসিক মার্কিন-পাকিস্তান বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণে নেতৃত্বের ভূমিকার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এই যুগান্তকারী চুক্তি আমাদের ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে, যাতে আগামী দিনগুলোতে আমাদের স্থায়ী অংশীদারিত্বের সীমানা প্রসারিত হয়।'
পাকিস্তানের প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করেননি। কত শতাংশ শুল্ক থাকছে, তাও জানাননি।
গত এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় যুক্তরাষ্ট্রে পাকিস্তানি রপ্তানির ওপর ২৯% শুল্ক আরোপ করা হয়। তবে এগুলো আজ ৩১ জুলাই পর্যন্ত স্থগিত ছিল।
পাকিস্তানি কর্মকর্তারা সম্প্রতি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফর করেছেন। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পর দার বলেছিলেন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান একটি বাণিজ্য চুক্তির 'খুব কাছাকাছি'।
Comments