মোহাম্মদপুরে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। তিনটি দলে শতাধিক পুলিশ সদস্য বিহারী ক্যাম্পে অভিযান শুরু করেছে।
বুধবার (৩০ জুলাই) রাত ৯টায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
পুলিশ জানিয়েছে, ধারাবাহিকভাবে এই অভিযান চলবে।
এরই মধ্যে কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে। নতুন তালিকা ধরে চলবে এই সাড়াশি অভিযান।
মোহাম্মদপুরে ডিসি ইবনে মিজান বলেন, বিহারী ক্যাম্প মাদকমুক্ত করার মধ্যে দিয়ে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিশেষ অভিযান চলছে। যতদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হয়, ততদিন অভিযান চলবে।
তিনি আরো বলেন, এই এলাকায় বিভিন্ন গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলবে বিশেষ এই অভিযান। পাশাপাশি ব্লক রেইডও চলছে। সুনির্দিষ্টভাবে অপরাধীদের তথ্য নিয়েই চালানো হচ্ছে অপারেশন।
পুলিশের অপরাধ তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল তিন মাসে মোহাম্মদপুরে ৪৫ ছিনতাই মামলা হয়েছে।
১০ মাসে হত্যা মামলা হয়েছে ৩০টি। মোহাম্মদপুর থানায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় চলতি বছরে এ পর্যন্ত গ্রেপ্তার ৩৭৯ জন। নিরাপদ মোহাম্মদপুরের দাবিতে মঙ্গলবার ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
Comments