আন্দোলনের জেরে এনবিআরের আরও ৯ কর কর্মকর্তা বরখাস্ত

সাসপেন্ড হওয়ার ভয়ে আন্দোলন প্রত্যাহারের পরে আয়কর ক্যাডারের কর্মকর্তারা ব্যাচ ধরে এনবিআর চেয়ারম্যানের কাছে মাফ চেয়েও শেষ রক্ষা হলো না। এনবিআরের আন্দোলনে থাকা প্রথম সারির মোনালিসা শাহরীন সুস্মিতাসহ আয়কর বিভাগের ৮ ক্যাডার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ এবং বদলি আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার (১৫ জুলাই) সাময়িক বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়েছে।
যাদেরকে সাময়িক দরখাস্ত করা হয়েছে তারা হলেন- মাসুমা খাতুন, বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম কর কমিশনার), কর অঞ্চল-২, ঢাকা; মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-১৫, ঢাকা; মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-কুষ্টিয়া; মোনালিসা শাহরীন সুস্মিতা, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-নোয়াখালী; আশরাফুল আলম প্রধান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-কক্সবাজার; শিহাবুল ইসলাম, উপ কর কমিশনার, কর অঞ্চল-খুলনা; নুশরাত জাহান শমী, উপ কর কমিশনার, কর অঞ্চল-রংপুর; তৌহিদ হাসান শাকিল (২০০৬২১), উপ কর কমিশনার, কর অঞ্চল-কুমিল্লা এবং তানজিনা রইস, প্রথম সচিব, জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা।
Comments