মির্জা ফখরুলের চোখের অস্ত্রোপচার সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবীর খান।
তিনি বলেন, 'বাংলাদেশ সময় বিকেল ৩টায় মহাসচিবের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) চোখের সফল অপারেশন সম্পন্ন হয়েছে। তাকে কেবিনে দেওয়া হয়েছে।
চিকিৎসকের পরামর্শে কেবিনে তার স্ত্রী মিসেস রাহাত আরা বেগম সঙ্গে আছেন।'
স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে বিএনপির মহাসচিব চোখের জরুরি চিকিৎসা জন্য ব্যাঙ্কক যান। গত সোমবার রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ফখরুল দম্পতি।
গতকাল মঙ্গলবার মির্জা ফখরুল বাংলাদেশ সময় বিকেল ৩টায় ব্যাঙ্ককের রুটনিন আই হসপিটালে ডাক্তার দেখিয়ে চোখের পরীক্ষা করান।
রিপোর্ট দেখে চিকিৎসক তার চোখের অপারেশনের সিদ্ধান্ত নেন।
Comments