মৌসুমের প্রথম হোঁচট খেল বার্সেলোনা

মৌসুমের প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও, তৃতীয় ম্যাচে রায়ো ভ্যালেকানোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল বার্সেলোনা। রোববার (৩১ আগস্ট) দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালান ক্লাবটি।
লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল দল রায়ো ভ্যালেকানোর বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে তাদের সঙ্গেও পয়েন্ট হারিয়েছে ফ্লিকের দল। ৫৬ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নেয় বার্সেলোনা, যার মাত্র তিনটি ছিল লক্ষ্যে। অন্য দিকে দ্বিতীয়ার্ধে সফরকারীদের প্রবল চাপে রাখা ভ্যালেকানো গোলের জন্য ১৩ শট নিয়ে সাতটি রাখে লক্ষ্যে।
প্রথম হাফে বেশকিছু সুযোগ পেয়েছিল বার্সা। তবে প্রতিপক্ষের গোলরক্ষক দারুণভাবে সেভ করে বার্সেলোনাকে এগিয়ে যেতে দেয়নি। তবে ৪০তম মিনিটে সফল স্পট কিকে বার্সেলোনাকে এগিয়ে নেন লামিন ইয়ামাল।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ওলমো। পেনাল্টি স্পটের কাছ থেকে অরক্ষিত এই মিডফিল্ডার শট লক্ষ্যে রাখতে পারেননি।
দ্বিতীয় হাফে খেলা পুরো ঘুরে যায়। দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে বেশ চাপে রাখা ভ্যালেকানো সমতায় ফেরে ৬৭তম মিনিটে। ইসি পালাসনের কর্নারে দূরের পোস্টে অরক্ষিত পেরেসের শট পোস্টে লেগে জড়ায় জালে।
শেষ সময়ে এগিয়ে যাওয়ার আরও একটি সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। পেনাল্টি স্পটের কাছে অপেক্ষায় থাকা লেভানডোভস্কিকে কাটব্যাক না করে গোলের জন্য শট নিয়ে সফল হননি তিনি। সেই শটের পরই শেষ হয় ম্যাচ। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।
Comments