মায়ামিতে লা লিগার ম্যাচ খেলবে বার্সা

বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে যাওয়া আর্জেন্টাইন মহাতারকা এখন খেলেন ইন্টার মায়ামিতে। সেই মায়ামিতেই এবার হতে পারে লা লিগার ম্যাচ। মেসির শৈশব ও যৌবনের প্রথম ভালোবাসা বার্সেলোনা এবার মেসির শহরে গিয়ে খেলতে চেয়েছিল লা লিগার ম্যাচ। সে অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
লা লিগার আসন্ন মৌসুমে ম্যাচ ডে ১৭-তে ভিয়ারিয়ালের মুখোমুখি হওয়ার কথা বার্সেলোনার। ম্যাচটি ২০২৫ সালের ২০ ডিসেম্বরে ভিয়ারিয়ালের ঘরের মাঠ এস্তাদিও দে লা সেরামিকা হওয়ার কথা, কিন্তু ক্লাব দুটি এই ম্যাচটি মায়ামির হার্ডরক স্টেডিয়ামে খেলতে চাইছে। তাদের এই অনুরোধে ম্যাচটি মায়ামিতে খেলার অনুমোদন দিয়েছে আরএফইএফ।
রোববার (১০ আগস্ট) ইএসপিএন জানিয়েছিল, আরএফইএফ'র কর্মকর্তারা সোমবার বোর্ড সভায় এই বিষয়টি আলোচনা করবেন, যা বিদেশে প্রথমবারের মতো স্প্যানিশ প্রথম বিভাগের ম্যাচ আয়োজনের প্রক্রিয়ার প্রথম ধাপ হবে। আরএফইএফ ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগা ম্যাচটি মায়ামিতে আয়োজনের অনুরোধ উয়েফা ও ফিফার কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে।
সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে আরএফইএফ জানায়, '২০২৫ সালের ১১ আগস্ট অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে আরএফইএফ ভিয়ারিয়াল সিএফ এবং এফসি বার্সেলোনার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তাদের ম্যাচডে ১৭ প্রথম বিভাগের ম্যাচ খেলার অনুরোধ গ্রহণ করেছে।'
বিবৃতিতে আরও বলা হয়, 'প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা করে এবং বোর্ডের অনুমোদন পাওয়ার পর, আরএফইএফ এই অনুরোধটি উয়েফার কাছে পাঠাবে, যাতে ফিফার প্রাথমিক অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়, এবং ২০২৫ সালের ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা যায়, যা ফিফার আন্তর্জাতিক ম্যাচের নিয়মাবলী ও আরএফইএফ অনুমোদিত প্রযোজ্য বিধি অনুযায়ী হবে।'
যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন দীর্ঘদিন ধরেই লা লিগার শীর্ষ অগ্রাধিকারের একটি। গতবছর লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস ইএসপিএন'কে জানিয়েছিলেন, ২০২৫ মৌসুমে তিনি যুক্তরাষ্ট্রে লা লিগার একটি ম্যাচ আয়োজন করতে চান।
প্রথম প্রচেষ্টা হিসেবে ২০১৯ সালের জানুয়ারিতে বার্সেলোনা ও জিরোনার মধ্যকার ম্যাচটি মায়ামিতে আয়োজন করতে চেয়েছিল লা লিগা, কিন্তু আরএফইএফ , উয়েফা ও ফিফার বিরোধিতার কারণে সে সময় প্রচেষ্টাটি ভেস্তে যায়। ২০২৪ সালে ফিফা বিদেশে প্রতিযোগিতামূলক ঘরোয়া ম্যাচ আয়োজনের পরিণতি বিশ্লেষণের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে, যদিও এর আগে তারা এই ধারণার বিপক্ষে ছিল।
এতে পরিবর্তন আসে যখন লা লিগার মার্কিন অংশীদার রিলেভেন্ট স্পোর্টস এই প্রস্তাব আটকে দেওয়ার জন্য ফিফা ও ইউএস সকার ফেডারেশনের বিরুদ্ধে মামলা করে। পরে পক্ষগুলো সমঝোতায় পৌঁছে, মামলা প্রত্যাহার করা হয় এবং নতুন সভাপতি রাফায়েল লৌজানের অধীনে আরএফইএফ এখন এই পরিকল্পনার প্রতি সহানুভূতিশীল।
গত জুলাইয়ে ইতালির ফুটবল ফেডারেশন সিরি আ'র এই সিজনের এসি মিলান ও কোমো'র মধ্যকার ফেব্রুয়ারির ম্যাচটি অস্ট্রেলিয়ায় আয়োজনের অনুরোধে সমর্থন দেয়।
ভিয়ারিয়াল বনাম বার্সেলোনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব ফেডারেশন — আরএফইএফ, ইউএসএসএফ, উয়েফা, কনকাকাফ ও ফিফা এই উদ্যোগে সায় দিতে হবে।
স্প্যানিশ সুপার কাপ (সুপারকোপা দে এসপানিয়া) বেশ কয়েক মৌসুম থেকেই বিদেশে আয়োজিত হয়। ২০২০, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এই প্রতিযোগিতা সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে।
Comments